আপনার ভাষা নির্বাচন করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু ০১ এপ্রিল ২০২১ইং থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ই এপ্রিল ২০২১ইং তারিখ। ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে শেষ হবে ২০ মে ২০২১ইং তারিখ।

 


অনলাইনে প্রাথমিক পর্যায়ে ভর্তির আবেদন শুরু = ০১ এপ্রিল ২০২১ইং
অনলাইনে প্রাথমিক পর্যায়ে ভর্তির আবেদন শেষ = ১৫ এপ্রিল ২০২১ইং
প্রাথমিক পর্যায়ে ভর্তির আবেদনের রেজাল্ড = ২৩ এপ্রিল = ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন শুরু = ২৪ এপ্রিল ২০২১ইং



দ্বিতীয় পর্যায়ে ভর্তির আবেদন শেষ = ২০ মে ২০২১ইং
দ্বিতীয় পর্যায়ে আবেদন ফি = ৬০০ টাকা।
ভর্তি পরীক্ষার তারিখ = ১৯, ২৬ জুন এবং ৩ বা ১০ জুলাই ২৯২১ইং
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আসন বিন্যাস

 ইউনিট বিভাগ আসন সংখ্যা
 A-Unit বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ, দর্শন বিভাগ  ১৫৫ জন
B-Unit কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিসংখ্যান বিভাগ ১৬০ জন
C-Unit হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ ২০০ জন
D-Unit অর্থনীতি বিভাগ, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ, আইন ও বিচার বিভাগ, ফোকলোর বিভাগ, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স বিভাগ, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ ৪০০ জন
E-Unit সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ১৪৫ জন


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির নূন্যতম যোগ্যতা:

২০১৭/২০১৮ সালের এসএসসি পাস এবং ২০১৯/২০২০ সালের এইচএসসি পাস প্রার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
A-Unit: মানবিক শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নূন্যতম জিপিএ (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ সহ মোট ৭.৫০ থাকতে হবে। মানবিক বিভাগ থেকে যদি কোন ছাত্র/ছাত্রী ইংরেজী বিভাগে ভর্তি হতে চায় তবে ইংরেজীতে ৫.০০ এর মধ্যে ৪.০০ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ছাত্র/ছাত্রীদের এসএসসি/এইচএসসিতে (৪র্থ বিষয়হ) উভয় পরীক্ষায় ৩.৫০ সহ সর্বমোট ৮.০০ জিপিএ থাকতে হবে। উক্ত বিভাগে প্রার্থীরা ইংরেজী বিভাগে ভর্তি হতে হলে ইংরেজী বিষয়ে পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে নূন্যতম ১২ নম্বর পেতে হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে এসএসসি/এইচএসসি উভয় পরীক্ষায় নূন্যতম ৩.০০ জিপিএ সহ ৬.৫০ পয়েন্ট পেতে হবে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় পাস করা ছাত্র/ছাত্রীদের কেহ যদি ইংরেজী বিভাগে ভর্তি হতে চায় তাহলে লিখিত পরীক্ষায় ইংরেজীতে ১৫ নম্বরের মধ্যে অবশ্যই ০৬ নম্বর পেতে হবে।
B-Unit:বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে (৪র্থ বিষয়সহ) ৩.৫০ সহ মোট ৭.৫০ জিপিএ থাকতে হবে।
ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে তাদের সিজিপিএ ৪.০০ স্কেলে মোট ৬.৫০ জিপিএ পেতে হবে।
C-Unit: ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় এসএসসি ও এইচএসসিতে (৪র্থ বিষয়সহ) নূন্যতম ৩.০০ সহ মোট ৬.৫০ জিপিএ পেতে হবে।
বিজ্ঞান ও কারিগরি/সমমান পরীক্ষায় পাস ছাত্র/ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় ৩.০০ এবং মোট জিপিএ হতে হবে ৬.৫০।
D-Unit: বিজ্ঞান শাখায় দুইটি পরীক্ষায় অবশ্যই ৪.০০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
মানবিক শাখার ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক পৃথক পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ সহ মোট ৭.৫০ পয়েন্ট থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ প্রার্থীদের উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ পেতে হবে ৩.০০ সহ মোট ৬.৫০ জিপিএ হতে হবে।
কারিগরি ও অন্যান্য শাখার ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে এসএসসি/এইচএসসি পরীক্ষা থেকে নূন্যতম ৪.০০ জিপিএসহ মোট ৮.০০ জিপিএ পেতে হবে।
তবে (D-Unit) ছাত্র/ছাত্রীদের অবশ্যই এমসিকিউ পরীক্ষায় ইংরেজী অংশের ২৫ নম্বরের মধ্যে নূন্যতম ০৯ নম্বর পেতে হবে।
E-Unit: সকল বিভাগের ছাত্র/ছাত্রীরা ই-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে সে ক্ষেত্রে উক্ত ইউনিটে ভর্তি পরীক্ষা জন্য এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় ৩.০০ (৪র্থ বিষয়সহ) ৭.০০ পয়েন্ট পেতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে বিষয় ভিত্তিক নম্বর বন্টন:

বিষয় মানবি ব্যবসায় বিজ্ঞান
বাংলা ৪০ X  X
ইংরেজী ৩৫ X X
আইসিটি ২৫ X X
হিসাব বিজ্ঞান X ২৫ X
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা X ২৫ X
ভাষা (বাংলা-ইংরেজী) X ২৫(১৩+১২) X
পদার্থ X X ২০
রসায়ন X X ২০
গণিত (ঐচ্ছিক) X X ২০
জীব বিজ্ঞান (ঐচ্ছিক) X X ২০
    মোট= ১০০


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদনের জন্য ছবির মাপ হবে 300X300 Pixel সাইজ হবে 100KB এর কম নয়। আবেদনে ছাত্র/ছাত্রীদের স্বাক্ষর হবে 300X80 এবং সাইজ হবে 60KB এর কম নয়।
ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি:
A, B, C, D ও E ইউনিট ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। পাস নম্বর নূন্যতম ৩০ এবং কোটার ক্ষেত্রে ২৫ নম্বর লিখিত পরীক্ষায় খাতা মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। কোন প্রকার ভুল বা ত্রুটি পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

Pin It
মন্তব্য  
  +1
ভাই নজরুল ভার্সিটিতে ২০২০-২০২১ শেসনে কি ডিপ্লোমা প্রার্থীর ভর্তির জন্য এসএসসি ২০১৪ সালের ভোক ইলেকট্রিক্যাল জিপিএ ৪.৫৮ এবং ডিপ্লোমা ২০১৮ সালে ইলেকট্রিক্যাল জিপিএ ২.৯০ এ যোগ্যতায় আমি আমি কী আবেদন করতে পারবো। জানালে অনেক উপকার হয়। প্লিজ জানাবেন
এখানে আপনার মতামত দিন