১৩ই নভেম্বর ২০১৯
আলোরমেলা একটি বিশ্ব মানের নিরাপদ ডায়নামিক ওয়েবসাইট। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাপিত সার্ভার ব্যবহার করে পরিচালিত হচ্ছে। ভিজিটরদের ডাটা ট্রান্সমিটের অধিক নিরাপত্তা নিশ্চিত করতে এতে SSL সার্টিফিকেট যুক্ত করা আছে যা ডাটাসমুহ ব্রাউজার টু সার্ভার টু ব্রাউজার এনস্ক্রিপ্টেড করে আদান প্রদান করে থাকে।
ভিজিটরদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অন্যান্য ওয়েব সাইটের মতই আলোরমেলা ভিজিটরদের আরো উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে কিছু তথ্য সংরক্ষন করে থাকে। এছাড়াও এই সাইটের সাথে সংযুক্ত কিছু তৃতীয় পক্ষ ওয়েবসাইটও যথাযথ নীতিমালা অনুসরন করে নিন্মোক্ত তথ্য সংরক্ষন করে থাকে যা আপনাদের অবগতির জন্যে নিচে বর্ননা করা হল।
এছাড়া এখানে দেখুন আলোরমেলার নীতিমালা (terms of service) ও নিরাপত্তা উপদেশ
গোপনীয়তা নীতিমালা (Privacy Policy):
১। নিবন্ধিত ব্যবহারকারীর তথ্য:
১.১। আলোরমেলায় নিবন্ধিত বা সাবস্ক্রাইবড কৃত ব্যবহারকারীদের মোবাইল নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড, ব্যাক্তিগত তথ্য ও আইপি কোন তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না।
১.২। আলোরমেলা কখনো নিবন্ধিত ভিজিটরদের মোবাইল নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড, ব্যাক্তিগত তথ্য ও আইপি তৃতীয় পক্ষের নিকট বিক্রি করে না।
১.৩। আলোরমেলায় মন্তব্য (কমেন্ট) প্রদানকারীদের ইমেইল ভিজিটরদের জন্যে প্রদর্শন করা হয় না।
২। লগ তথ্য: আলোরমেলা অটোমেটিক ভাবেই ভিজিটরদের কিছু লগ উপাত্ত সার্ভারের লগ ফাইলে সংরক্ষন করে থাকে। সংগৃহীত লগ তথ্যগুলি হচ্ছে- ইন্টারনেট প্রটোকল IP, ডিভাইস ইনফরমেশন, ব্রাউজার, সময় ও তারিখ এবং ভিজিটকৃত লিংক।
৩। সংযুক্ত তৃতীয় পক্ষের প্লাগিনস ও সেবা: আলোরমেলাতে নিন্ম বর্ণিত তৃতীয় পক্ষের প্লাগিন্স ও সেবা যুক্ত আছে যারা ভিজিটরদের উন্নত সেবা প্রদানের লক্ষে উল্লেখিত লগ তথ্য ও কুকি সংরক্ষন করে থাকে।
৩.১। Google Analytics:
# ভিজিটরে পরিমান, তাদের গতিবিধি দেখা ও ওয়েবসাইটের ক্রুটি বিচ্ছুতি নির্নয় করে উন্নত সেবা প্রদানের লক্ষে আলোরমেলায় গুগলের এনালাইটিক্স সার্ভিস ব্যবহার করা হয়েছে।
# এনালাইটিক্স এই Privacy and Policy অনুসরন করে ভিজিটরদের লগ ও কুকি ডাটা সংগ্রহ করে থাকে।
# ভিজিটরগন চাইলে এনালাইটিক্স সার্ভিস বন্ধ করতে পারেন এভাবে।
৩.২। Google Adsense:
# গুগল এডসেন্স হচ্ছে গুগলের একটি বিজ্ঞাপন পরিষেবা এবং আলোরমেলাতে বিজ্ঞাপন প্রদর্শনের জন্যে এই সেবাটি ব্যবহার করা হয়।
# ভিজিটরদের চাহিদা অনুযায়ী বিজ্ঞাপন প্রদার্শন করতে এডসেন্স সার্ভিস কিছু লগ ও কুকি সংগ্রহ করে থাকে। এ বিষয়ে বিস্তারিত জানতে তাদের Privacy and Policy দেখুন।
# ভিজিটরগন ইচ্ছে করলে এই নিয়ম অনুসরন করে এডসেন্স সার্ভিস বন্ধ রাখতে পারবেন।
৩.৩। Infolinks:
# ইনফুলিংক্স একটি বিজ্ঞাপন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং গুগল এডসেন্স এর পাশাপাশি এর বিজ্ঞাপনও আলোরমেলাতে প্রদর্শন করা হয়।
# ইনফুলিংক্স ভিজিটরদের চাহিদা মত বিজ্ঞাপন প্রদর্শনের জন্যে এই Privacy and Policy অনুযায়ী ভিজিটরদের লগ ডাটা ও কুকি সংগ্রহ করে থাকে।
# ইনফোলিংক্স এর বিজ্ঞাপনের এক কোন প্রশ্নবোধক চিহ্ন থাকে। ভিজিটরগন এতে ক্লিক করে বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন।
৩.৪। বিজ্ঞাপন প্রকাশ: ওয়েবসাইটের উপাদান, ভিজিটরদের ডিভাইস যেমন- মোবাইল, ট্যাব, ডেক্সটপ, ভিজিটরদের চাহিদা, বিজ্ঞাপন সেবা দানকারী প্রতিষ্ঠান ও বিজ্ঞাপন দাতা এসবের উপর নির্ভর করে একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরে পিপিসি, সিপিএম ও অন্যান্য বিজ্ঞাপন প্রদশিত হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রযুক্তি ও নীতিমালাই মুখ্য। এধরনের বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে বিজ্ঞাপন বাছাই করার অধিকার আলোরমেলা সংরক্ষন করে না।
৫। সোস্যাল প্লাগিন: সোস্যাল প্লাগিন ব্যবহার করে ফেসবুক, টুইটার, লিংকডইন ইত্যাদি বিখ্যাত সামাজিক যোগাযোগ ওয়েবসাইট গুলির কিছু পরিষেবা আলোরমেলায় সংযুক্ত করা হয়েছে। তারা তাদের নীতিমালা অনুযায়ী লগ ও কুকি সংগ্রহ করতে পারে।
জানার জন্যে:
কুকি কি? :: কুকি হচ্ছে খুব ছোট আকারের এক ধরনের ডাটা যা ওয়েবসাইট থেকে ভিজিটরের ব্রাউজারে প্রেরন করা হয় এবং ব্রাউজার তা সংরক্ষন করে।
৬। অনলাইনে শিশু নিরাপত্তা (Children’s Safety): আলোরমেলা একটি শিক্ষামূলক ওয়েবসাইট এবং এটি রাষ্ট্রীয় ও সামাজিক সর্বস্থরের কল্যানমুখী উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে । শিশু-কিশোরদের শারীরি ও মানসিক নিরাপত্তার জন্যে ক্ষতিকর কোন তথ্য-সংবাদ আলোরমেলায় প্রকাশিত হয় না। আলোরমেলা ‘Children's Online Privacy Protection Act (COPPA)’ নীতিমালা অনুসরন করে ভিজিটর ডাটা সংগ্রহ করে থাকে।
আপনার কোন প্রশ্ন, উপদেশ বা অভিযোগ থাকলে আমাদের সাথে এখানে যোগাযোগ করুন অথবা ইমেইল করুন