১৩ই নভেম্বর ২০১৯
আলোরমেলা একটি শিক্ষা, চাকরী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ভ্রমন তথ্য বিষয়ক ওয়েব পোর্টাল। এটি নিন্মোক্ত নীতিমালা (Terms of Service) অনুসরন করে ভিজিটর বা এর পাঠকগনকে তথ্য সেবা প্রদান করে থাকে। সম্মানিত ভিজিটরগন শুধুমাত্র উল্লেখিত নীতিমালা (Terms of Service) ও গোপনীয়তা নীতিমালায় (Privacy Policy) সম্মতি সাপেক্ষে আলোরমেলার সেবা গ্রহন করতে পারবেন।
দায়মুক্তি: আলোরমেলা শুধু মাত্র বিভিন্ন উৎস ও উপাত্ত থেকে প্রাপ্ত তথ্য একত্রিকরন করে ভিজিটরদের নিকট পৌছানোর উদ্দেশ্যে এখানে উপস্থাপন করে থাকে। এর পিছনে কোন পেশাদার আইনি, বিনিয়োগ বা অন্যান্য পরামর্শ প্রদানের উদ্দেশ্য নেই। এই পোর্টাল প্রকাশিত তথ্যের কোন নিশ্চয়তা প্রদান করে না, পাঠক বা ব্যবহারকারী নিজ দায়িত্বে এর তথ্য ব্যবহার করবেন। এখানে প্রকাশিত লগো এবং ট্রেড মার্ক তার স্বতাধিকারীর। এটি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত নয়।
১। উপাদান:
১.১। আলোরমেলায় প্রকাশিত সকল তথ্য বিভিন্ন সুত্র হতে সংগৃহীত যেমন- টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের এজেন্ট, রিপোর্টার, প্রেস রিলিজ, ওয়েবসাইট, সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট তথ্যের স্বত্বাধিকারী। এখানে প্রকাশিত সংবাদের উল্লেখিত উৎসগুলির মধ্যে তৃতীয় পক্ষের উপর আলোরমেলার কোন নিয়ন্ত্রন নেই। সুতরাং এসব সুত্র হতে সংগ্রহীত তথ্যের কোন নিশ্চয়তা প্রদান করা হয় না।
১.২। আলোরমেলায় প্রকাশিত অসম্পুর্ণ, ভূল ও মেয়াদ উত্তীর্ন তথ্যের কোন দায় গ্রহন করবে না।
১.৩। আলোরমেলা প্রকাশিত যে কোন তথ্যের সত্যতার বিষয়ে কোন নিশ্চয়তা প্রদান করে না এবং এর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে আলোরমেলা তার দায় গ্রহন করবে না। নিজ প্রয়োজনে ভিজিটরগন প্রদত্ব বা যথার্থ সুত্র হতে তথ্যে সত্যতা যাচাই করে নিবেন।
২। কমেন্ট:
২.১। পাঠক সংবাদে তার মন্তব্য, সংযুক্তি ও মন্তব্যের প্রতিউত্তর দিবে পারবে।
২২। আলোরমেলা যে কোন মন্তব্য প্রকাশ করার পূর্বে তা মডিফাই করার অধিকার সংরক্ষন করে।
২.৩। লিংকসহ মন্তব্য, বিজ্ঞাপনী মন্তব্য, মূল্য হীন অসামঞ্জস্য মন্তব্য বা মন্তব্যের প্রতিউত্তর প্রকাশ করা হয় না।
২.৪। বাংলা সংবাদে ইংরেজী মন্তব্য বা ইংরেজী সংবাদে বাংলা মন্তব্য প্রকাশ করা হয় না।
২.৫। আলোরমেলা মন্তব্যের প্রতিউত্তর দিতে অঙ্গীরবদ্ধ নয়।
২.৬। আলোরমেলা প্রকাশিত মন্তব্যের দায় বহন করবে না, এর দায় শুধু মাত্র মন্তব্য প্রদানকারীর।
৩। নিরাপত্তা:
৩.১। ভিজিটরগন আলোরমেলাতে মন্তব্য করার সময় কোন পিন নাম্বার, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার বা কোন স্পর্শকাতর তথ্য প্রকাশ করা সম্পুর্ণ নিষেধ। কেউ ইচ্ছেকৃত বা অসাবধানতা বসত কমেন্ট বক্সে এগুলি লিখে প্রকাশ করে দুষ্ট লোকের দ্বারা ক্ষতিগ্রস্থ হলে আলোরমেলা দায়ী থাকবে না।
৩.২। আলোরমেলা একটি বিশ্বমানের নিরাপদ ওয়েবসাইট এবং এর সার্ভার মার্কিন যুক্তরাষ্ট্রে স্থাপিত। এই সাইটের ডেভেলপার ও সার্ভার নিরাপত্তা বিশেষজ্ঞ সর্বক্ষন এর তথ্য নিরাপত্তার বিষয়ে কর্মরত আছেন। তথাপি অপ্রত্যাশিত সার্ভার ইরর বা হ্যাকার দ্বারা আক্রান্ত হলে আলোরমেলা তার দ্বায় গ্রহন করবে না।
গোপনীয়তা ও ইন্টারনেটে শিশুদের নিরাপত্তা নীতিমালা
৪। সামাজিক যোগাযোগ মাধ্যম:
৪.১। আলোরমেলার একটি ফেসবুক ফান পেইজ, একটি টুইটার ফান পেইজ ও একটি লিংকডইন ফান পেইজ রয়েছে যেখানে এই ওয়েবসাইট সহ আলোরমেলার অন্যান্য ওয়েবসাইটে প্রকাশিত তথ্য শেয়ার করা হয়। শেয়ারকৃত বিষয়দিতে ফলোয়ারগন বা পাবলিকগন লাইক, কমেন্ট ও শেয়ার দিতে পারবেন।
৪.২। স্যোসাল ফান পেইজ গুলিতে কৌতুক, ট্রল ও সমসাময়িক বিষয়াদি নিয়ে লেখা ও ছবি শেয়ার করা হয়, পাশাপাশি নিয়ম মেনে তৃতীয় পক্ষের নিউজ বা তথ্য শেয়ার করা হয়, আলোরমেলা এসবের দায় বহন করবে না।
৫। কপিরাইট:
৫.১। বাংলাদেশী ওয়েবসাইট হিসেবে আলোরমেলা বাংলাদেশ সরকারের কপিরাইট নীতিমালা অনুসরন তথ্য প্রকাশ করে।
৫.২। এই ওয়েবসাইটের সকল তথ্য গুগল ওয়েবমাষ্টার ও এডসেন্স এর নীতিমালা অনুযায়ী প্রকাশিত।
৫.৩। আলোরমেলা বিশ্বব্যাপি উন্মুক্ত একটি অনলাইন পোর্টাল এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের 'ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন' (Digital Millennium Copyright Act of 1998) এর প্রতি শ্রদ্ধাশীল এবং সে অনুযায়ী সকল তথ্য উপস্থাপন করে থাকে। যে কোন কপিরাইট ও আইনি জটিলতায় নিস্বঙ্কোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
৫.৪। আলোরমেলা একটি কপিরাইট সংরক্ষিত ওয়েবসাইট। এতে প্রকাশিত কোন তথ্য এবং উপাদানের কোন অংশ বিশেষ, সম্পুর্ন অংশ, ছবি, কমেন্ট (মন্তব্য) বা স্ক্রিপ্ট ইত্যাদি বিনা অনুমোতিতে কোন ওয়েবসাইটে অথবা অন্য কোন প্রচার মাধ্যমে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
কোন অভিযোগ, পরামর্শ দিতে বা কোন প্রশ্ন করতে চাইলে এখানে যোগাযোগ করুন অথবা ইমেইল করুন